দর্পণ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের সহধর্মিণী এবং একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৯ এর সংসদ সদস্য শেখ এ্যানি রহমান আর নেই। মঙ্গলবার ভোররাতে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
২০১৮ সালের ডিসেম্বর এ্যানি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পিরোজপুর সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ্যানি রহমানের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
floor, Gandaria, Dhaka-1204.
Phone: 02-47441187, Mobile: 01712-571169, 01916-743573. E-mail: darpanpratidin@gmil.com