অনলাইন ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুকুরে ডুবে এক স্কুলছাতও নিহত হয়েছেন। তার নাম জনি (১৮)। গতকাল শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ী ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জনি তার বন্ধু জীবন ও রুবেলকে নিয়ে ধলপুর ১০নম্বর স্টাফ কোয়ার্টারের পুকুরে গোসল করতে যান। তারা পুকুরের এক পাশ থেকে সাঁতার কেটে অন্যপাশে যায়। ফেরার সময় জমি পানিতে তলিয়ে যায়। তাত্ক্ষণিকভাবে দুই বন্ধু মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতরে বন্ধু রুবেল জানান, জনি ধলপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতো। সে স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুই বোন এক ভাইয়ের মধ্যে জনি ছোট।