দর্পণ ডেস্ক : বলিউডের আইটেম কন্যা মালাইকা অরোরাকে নিয়ে চর্চা থাকে গণমাধ্যমে। প্রায়ই দেখা যায় শিরোনামে। কখনো পোশাক, কখনো প্রেমকাহিনি নিয়ে। পোশাক নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে মালাইকাকে কটাক্ষের শিকারও হতে হয়।
তবে এসব বিষয় কানে নেন না খান পরিবারের সাবেক বধূ। তবে এবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
এফআইআরে নাম আছে আরো এক আলোচিত ছোট পর্দার অভিনেত্রী উরফি জাভেদের। অদ্ভুত সব ফ্যাশনে তার জুড়ি মেলা দায়। কখনো নেট দিয়ে শরীর ঢেকে রাস্তায় বের হন এই অভিনেত্রী, কখনো স্টিলের তার দিয়ে তৈরি করেন পোশাক। যা নিয়ে আলোচনা হয় বলিপাড়া থেকে শুরু করে সর্বমহলে। এইতো সম্প্রতি পরিচালক করণ জোহরের আলোচিত শো ‘কফি উইথ করণ’-এ উরফির ফ্যাশন নিয়ে কথা বলেছেন রণবীর সিং।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ, মালাইকা ও উরফি সমাজকে নোংরা করছেন। তারা নতুন প্রজন্মকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। তাই এ দুই সুন্দরীকে উচিত শিক্ষা দেওয়ার দাবি করেছে সংস্থাটি।
floor, Gandaria, Dhaka-1204.
Phone: 02-47441187, Mobile: 01712-571169, 01916-743573. E-mail: darpanpratidin@gmil.com