দর্পণ ডেস্ক : কঠোর নিরাপত্তার মধ্যে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে জাপান। দেশটির সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে জাপানে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
জাপানে সাধারণত রাজপরিবারের সদস্যদেরই রাষ্ট্রীয়ভাবে অন্ত্যেষ্টিক্রিয়া হয়। তাই সাবেক এ প্রধানমন্ত্রীর কেন রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া? সে বিষয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে অন্ত্যেষ্টিক্রিয়ার বিপুল ব্যয় নিয়েও ক্ষুব্ধ অনেকে। মঙ্গলবারও দেশজুড়ে নানা কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা।
মঙ্গলবার জাপানের স্থানীয় সময় দুপুর ২টায় তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়। শিনজো আবের শেষকৃত্যে সাতশর বেশি বিদেশি অতিথিসহ প্রায় ৪ হাজার মানুষ অংশ নিয়েছেন। নিরাপত্তার দায়িত্বে আছেন প্রায় দুই হাজার পুলিশ।
শিনজো আবের স্ত্রী আকি আবে তার দেহভস্ম টোকিওর নিপ্পন বুডোকান হলে নিয়ে আসার পর ১৯ বার তোপধ্বনির মধ্য দিয়ে শিনজো আবেকে সম্মান জানান সামরিক বাহিনী। রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াবিরোধী বিক্ষোভের মধ্যেও শিনজো আবেকে শেষ শ্রদ্ধা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে আছেন হাজার হাজার মানুষ।
ঐতিহ্যবাহী একটি কালো কিমোনো পোশাক পরে আকি আবে স্বামীর দেহভস্ম নিয়ে ধীরে ধীরে হলে প্রবেশ করেন। একটি রেশমের কাপড়ে ঢাকা কলসে রাখা স্বামীর দেহভস্ম চন্দ্রমল্লিকায় ঢাকা প্রশস্ত বেদীতে রেখে শ্রদ্ধা নিবেদন করেন আকি আবে।
জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে দলের এক নির্বাচনী সভায় বক্তৃতা দেওয়ার সময় গত ৮ জুলাই বন্দুকধারীর গুলিতে নিহত হন আবে। এরপর পারিবারিকভাবে তার দাহ সম্পন্ন হয়। আজ আয়োজন করা হয় রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার।
floor, Gandaria, Dhaka-1204.
Phone: 02-47441187, Mobile: 01712-571169, 01916-743573. E-mail: darpanpratidin@gmil.com