অনলাইন ডেস্ক : বজ্রপাতে নিহতের সংখ্যা জিরোতে নিয়ে আসার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এপ্রিল, মে, জুন দুর্যোগের মাস, এ সময় যেকোনো দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘বজ্রপাতে নিহতের সংখ্যা যেন জিরোতে নিয়ে আসতে পারি সেজন্য আগাম প্রস্তুতি আমরা নিয়েছি। গত ২ মাস ধরে আমাদের আগাম প্রস্তুতি চলছে।’
প্রাকৃতিক দুর্যোগের সময় প্রস্তুতির শেষ নেই উল্লেখ করে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘বিপদ আসে কখন সেটাও বলে আসে না। ইতিমধ্যে খেয়াল করে দেখেন, গতবছর এ সময় ৩০০ জন বজ্রপাতে নিহত হয়েছেন। আর গত ২ দিনে ৩৫/৩৭ জন মারা গিয়েছে।’
বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে এতো মানুষ মারা যাওয়ার বিষয়টি ইতিহাস তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি।
বজ্রপাতের সময় করণীয় কী এ নিয়ে বার্তা প্রচারের জন্য এ সময় গণমাধ্যমকে অনুরোধও করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী।
মন্ত্রণালয়ের অধিদপ্তরে কনট্রোলরুম খোলার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের কন্ট্রোলরুমটি ২৪ ঘণ্টা খোলা থাকে। ওয়ার্নিং শোনার সাথে সাথে আমরা সব জায়গায় নক করি। যাতে সবাই সজাগ ও প্রস্তুত থাকে।’