লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পরিচিত এই দিনটি পালনে নাটোরে জেলার শ্রমিক লীগ আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃস্পস্তর্বক অর্পন ও কালো ব্যাজ ধারণ করে একটি র্যালী বের করা হয়। শ্রমিক র্যালীটি শহর প্রদক্ষিণ করে মাদরাসা মোড়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। মহান মে দিবস উপলক্ষে নাটোর জেলা বিএনপি অফিসে শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক। লালপুরে স্থানীয় সংসদ সদস্য অ্যাভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি শ্রমিক র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় আওয়ামী লীগ অফিস চত্বরে এসে শেষ হয়। এছাড়াও দিবসটি পালনে নাটোর জেলা হোটেল রেস্তোরাঁ মিষ্টান্ন শ্রমিক ইউনিয়ন, নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন, নাটোর জেলা ট্রাক ট্রাংক লড়ি কাভাট ভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন ও স্বর্ণ শিল্পী ইউনিয়ন পৃথক পৃথকভাবে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.