দর্পণ ডেস্ক : নারী এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতে শেষ বলে পাকিস্তানের দরকার ছিল ৩ রান, ২ রান নিলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। স্ট্রাইক প্রান্তে ছিলেন ব্যাটার নিডা দার। শ্রীলঙ্কান বোলার আছিনি কুলাসুরিয়ার করা বলে মাত্র ১ রানের বেশি নিতে পারেননি অভিজ্ঞ ব্যাটার দার। ২ রান নিতে গিয়ে হন রান আউট।
রোমাঞ্চকর ম্যাচে ১ রানে জিতে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা। অথচ ৩ উইকেট হারিয়ে ১৭ ওভারে পাকিস্তান মেয়েদের রান ছিল ১০৫। যা জয়ের জন্য দরকার ছিল ১৮ বলে ১৮ রান। তারপর ১৮তম ওভারে ১ উইকেট হারায়। তারপর দরকার ছিল ১২ বলে ১২ রান। ১৯তম ওভারে হারায় ১ উইকেট। শেষের ওভারে দরকার ছিল ৬ বলে ৯ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রানের পুঁজি পায় লঙ্কান মেয়েরা। সর্বোচ্চ ৩৫ রান করেন মাদাভি। ১২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১২১ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। শুরুটা ভালো করেছিল পাকিস্তান। ৩১ রানের উদ্বোধনী জুটি এনে দিয়েছিলেন মুনিবা আলী ও সিধরা আমিন। দুজনই সাজঘরে ফিরে গেলে দলের হয়ে হাল ধরেন অধিনায়ক বিসমাহ মারুফ। সুগান্ধিকা কুমারীর বলে আউট হওয়ার আগে ৪১ বলে ৪২ রান করেন তিনি। এরপরই শুরু হয় রোমাঞ্চ। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৯ রান। কিন্তু ৭ রানের বেশি করতে পারেনি তারা। এতে হেরে যায় ১ রানে। আগামী ১৫ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।
floor, Gandaria, Dhaka-1204.
Phone: 02-47441187, Mobile: 01712-571169, 01916-743573. E-mail: darpanpratidin@gmil.com