দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীর শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত কাটিং মাস্টার (দর্জি) অলিউল্লাহ (২১) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমানের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত শনিবার রাতে এই দন্ডাদেশ দিয়েছেন। জানা গেছে কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের তুলাতলীতে শনিবার সন্ধ্যায় অভিযুক্ত অলিউল্লাহ বখাটেপনাকালে মহিপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।