অনলাইন ডেস্ক : বলিউড সুপারস্টার আমির খান অভিনীত ‘লগন’ ছবিটিকে হিন্দি সিনেমার ক্ষেত্রে গেম চেঞ্জার ছবি হিসেবে ধরা হয়।এই ছবিটি ভিন্ন ভাষার ছবি হিসেবে অস্কারেও মনানীত হয়েছিল। তবে অনেকেই হয়তো জানেন না, প্রাথমিক অবস্থায় ছবিটি করতে মোটেও রাজী ছিলেন না আমির খান। কারণ তার কাছে ছবির গল্প একদম অবাস্তব লেগেছিল।
আশুতোষ গোয়ারিকার পরিচালিত খেলা নির্ভর ‘লগন’ ছবিটি ২০০১ সালে বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্য পায়। সমালোচকরাও ছবিটির অনেক প্রশংসা করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘ আশুতোষের মুখে গল্পটা শুনে ভালো লেগেছিল ।একটা এলাকায় বৃষ্টি না হওয়ায় খরার কারণে জনগণ বৃটিশ সরকারকে কর দিতে পারছিল না। তখন তারা বৃটিশদের সঙ্গে ক্রিকেট খেলে কর মওকুফ করায়।কিন্তু ভালো লাগলেও মনে হয়েছিল, এটা খুবই অবাস্তব একটা কাহিনি।তাই ছবিটা করতে আগ্রহ দেখায়নি।’
কিন্তু পরিচালক দমে যাননি। তিন মাস পরে পুরো স্ক্রিপ্ট তৈরি করে তিনি আবার আমির খানের কাছে যান। আমির প্রথমে খুবই বিরক্ত হয়েছিলেন। কিন্তু এবার সম্পূর্ণ স্ক্রিপ্ট শোনার পর আমির মুগ্ধ হন। তিনি বলেন, ‘আমার কাছে স্ক্রিপ্টটা খুবই চমৎকার লেগেছিল। আমি পরিচালককে বলেছিলাম,এটা দারুন একটা স্ক্রিপ্ট। আমার মনে হয় এটা মুলধারার সিনেমার রেকর্ড ভেঙে দিতে পারে। তারপরও নিজে সেখানে অভিনয় করতে ভয় পাচ্ছিলাম। সেই কারণে আবারও পরিচালককে না বলেছিলাম।’
এরপর পরিচালক আরও কয়েকজন অভিনেতার কাছে যান। তখন কেউ কেউ তাকে ছবিটার শেষ দৃশ্য পরিবর্তনের পরামর্শ দেন।
‘লগন’ ছবিটার জন্য পরিচালক আশুতোষ প্রায় এক বছর ধরে আমির খানের পিছনে লেগেছিলেন।এরপর আমির যখন শুনলেন বিমল রায়, গুরু দত্তসহ অনেকেই ছবিটা করতে সাহসী পদক্ষেপ নিয়েছেন তখন তিনিও ভাবলেন ছবিটা করা যায়।
আমির বলেন, ‘ছবিটা করবো সিদ্ধান্ত নেওয়ার পর আশুতোষকে বললাম ছবির কাহিনি আমার বাবা-মাকে পড়ে শোনাতে। তারা গল্পটা শোনার পর কাঁদতে লাগলেন। তারা বললেন, অবশ্যই আমার এই ছবিটা করা উচিত’ । আমির জানান, এরপর তিনি আর ছবিটা করতে দ্বিধা করেননি। এরপর বাকীটা তো ইতিহাস।