দর্পণ ডেস্ক : উদয় চোপড়া  নিজের টুইটার হ্যান্ডেলে করেছেন তাতে তিনি বেশ বিপাকে পড়েছেন। এমনকী মুম্বই পুলিসের তরফেও তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর নিজের টুইটার হ্যান্ডেলে রানি মুখোপাধ্যায়ের দেওর তথা অভিনেতা উদয় চোপড়া হঠাৎই গাঁজা সেবনের পক্ষে সওয়াল করে বসেন। তিনি লেখেন, ” আমাদের দেশে মারিজুয়ানা ( গাঁজা) সেবন বৈধ করা উচিত, কারণ প্রথমত এটা আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত। দ্বিতীয়ত গাঁজা বৈধ করলে তা থেকে সরকারের অনেক রাজস্ব আদায় হবে। আর এটা হয়ত উল্লেখ করার প্রয়োজন নেই যে এটা বৈধ করলে গাঁজার সঙ্গে যুক্ত সমস্ত অপরাধমুূলক কাজ বন্ধ হবে। আর তাছাড়া চিকিৎসা ক্ষেত্রে গাঁজার অনেক উপকারিত রয়েছে। ”