দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ার ধানখালী কলেজের প্রভাষক শিমুলকে কুপিয়ে গুরুতর আহত করাসহ তিনটি হত্যা প্রচেস্টা মামলার আসামী মোষ্ট ওয়ান্টেড তুহিন মৃধাকে কলাপাড়া থানা পুলিশ গ্রেফতার করেছে। কলাপাড়া থানা পুলিশের এসআই নাজমুল হোসেন রোববার শেষ বিকেলে তাকে ধানখালী থেকে গ্রেফতার করেন। কলাপাড়া থানা পুলিশ সূত্রে জানাগেছে, তুহিন মৃধার নামে ধানখালীর শাহ আলম পাহলানের পুত্র কলেজের ছাত্র রাকিবকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা মামলা, লোন্দা খেয়াঘাট বাজারের মতি শিকদারের পুত্র জাফর শিকদার পিটিয়ে ও কুপিয়ে গুরতর আহত করার মামলা এবং ধানখালী কলেজের প্রভাষক শিমুলকে কুপিয়ে গুরুতর আহত করার মামলার প্রধান আসামী।
ধানখালী ইউনিয়ন আওমীলীগের সভাপতি শহিদুল ইসলাম জানান, কলাপাড়ার ধানখালী ইউনিয়নের সদ্য সমাপ্ত নির্বাচনে আওমীলীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষাবালম্বন করে নির্বাচন করার প্রস্তাব প্রখ্যানসহ দলীয় প্রার্থীর পক্ষে প্রচরনায় অংশ গ্রহন করায় তার পুত্র শিমুলকে ১৩ এপ্রিল শেষ বিকেলে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এরআগে ২৬ মার্চ পটুয়াখালী পলিট্যাকনিক্যাল কলেজ ছাত্র রাকিবকে কুপিয়ে ও পিটিয়ে ঘুরুতর জখম করে। বর্তমানে রাকিব ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ২০১৭ সালের ৯ নভেম্বর জাফর শিকদারকে কুপিয়ে জখম করে। কলাপাড়া থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক নাজমুল হোসেন জানান, তিনটি মামলার আসামী তুহিন মৃধাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে, বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।