অনলাইন ডেস্ক : নতুন অতিথি এল অভিনেতা শ্রেয়াস তালপাড়ের ঘরে। বাবা হয়েছেন তিনি । সোমবার স্যারোগেসির পদ্ধতিতে কন্যাসন্তানের পিতা হয়েছেন শ্রেয়াস।

কয়েকদিনের ছুটিতে স্ত্রী দিপ্তীকে নিয়ে হংকং বেড়াতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই পান সুখবর। চিকিৎসকের দেওয়া সময়ের আগেই জন্ম হয়েছে মেয়ের। তড়িঘড়ি তাই হলিডে-এর পাট চুকিয়ে মুম্বাই ফিরে আসেন শ্রেয়াস-দিপ্তী।

মেয়ে হওয়ায় নাকি বেজায় খুশি শ্রেয়াস। তিনি জানান, প্রথম থেকেই মেয়ের শখ ছিল। যাতে সুন্দর সুন্দর পুতুল, টেডি আর ড্রেস কিনে দিতে পারেন। মেয়েকে সেরা জিনিসটাই দিতে চান তিনি।

১৪ বছর আগে বিয়ে হয়েছিল শ্রেয়স এবং দিপ্তীর। সম্প্রতি সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। মেয়েকে পেয়ে আনন্দে ভরেছে ঘর। অভিনেতা বলেন, সারোগেসি যে তাঁর জীবনের অন্যতম  ‘শ্রেষ্ঠ সিদ্ধান্ত’। কী হবে মেয়ের নাম সেটা নিয়েই তালপাড়ে পরিবারে চলছে তোলপাড়।