অনলাইন ডেস্ক : মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামে আজ বুধবার সাড়ে ১২টার সময় ইভটিজিংয়ের দায়ে এক যুবককে একমাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ জানায়, জাকির (২৫) নামে এক বখাটে আজ বুধবার আমগ্রাম উচ্চবিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে দুই ছাত্রীকে উত্যক্ত করছিল। এসময় স্থানীয় জনতা গোপনে প্রশাসনকে জানালে রাজৈরের সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারেফ হোসেন ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে বখাটে যুবক জাকির মোড়লকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। জাকিরের বাড়ি উপজেলার আমগ্রাম ইউনিয়নের তেলিকান্দি গ্রামে। তার বাবার নাম জব্বার মোড়ল।