লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি:
নাটোরে মাথায় গাছের ডাল পড়ে শহরের দক্ষিণ বড়গাছা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও উত্তরা সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মীর সাইফুল আলম ইখতিয়ার (৫২) এর মৃত্যু হয়েছে। তার বড় ভাই মীর শরিফুল আলম তারেক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সিংড়ার খেজুর তলায় তাদের ইটভাটা এলাকার মসজিদে তার সাথে মাগরিবের নামাজ পড়ার পর পরই মোটরসাইকেলে নাটোরের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যা সাতটার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের পূর্ব হাগুড়িয়া এলাকায় হঠৎ করেই রাস্তার ধারের একটি বাবলা গাছের ডাল ভেঙ্গে তার মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে তাৎক্ষণিক তিনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে উত্তর বড়গাছায় তাদের বাড়িতে নিয়ে আসেন। এসময় বাড়িতে হঠাৎ করে মৃত্যু হওয়া ইখতিয়ার এর লাশ এক নজর দেখার জন্য আত্মীয়-স্বজন সহ শত শত মানুষ ভীড় করলে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। শুক্রবার বাদ জুম্মা নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে তার নামাজে যানাজা শেষে দক্ষিণ বড়গাছা গোরস্থানে লাশ দাফন করা হয়।
ব্যবসায়ী মীর সাইফুল আলম ইখতিয়ার এর মৃত্যুতে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল এবং নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার সহ নাটোরের গণ্যমান্য ব্যক্তিবর্গ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।