দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ’উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’-এই শ্লোগান নিয়ে কলাপাড়া চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি’র উদ্যোগে শনিবার সকালে একটি বর্নাঢ্য র‌্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন আদালত ভবনের সামনে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

 

কলাপাড়া সিনিয়র সহকারী জজ মো: কামাল খানের সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো: আলী আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, সিনিয়র আইনজীবি মো: দেলোয়ার হোসেন, এডিশনাল জিপি শংকর চন্দ্র রায় প্রমূখ। জেলা আইনজীবি সমিতির কলাপাড়াস্থ প্রতিনিধি অ্যাডভোকেট নাথুরাম ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, সদস্য অ্যাডভোকেট আ: সালাম, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও কলাপাড়া চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ মো: কামাল খান। আলোচনা সভায় বক্তারা অসহায়, গরীব, দুস্থ্য মানুষের জন্য সরকারী খরচে আইনগত সহায়তা পেতে করনীয় বিষয় নিয়ে আলোকপাত করেন। র‌্যালী ও আলোচনা সভায় কলাপাড়া চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবি, আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবি সহকারী, মহিলা বিষয়ক অধিদপ্তর, বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ ও সংকল্প ট্রাষ্ট’র কর্মকর্তা-কর্মচারী, কলাপাড়া থানা পুলিশ সহ লিগ্যাল এইডের সুফল ভোগীরা অংশগ্রহন করেন।