অনলাইন ডেস্ক : ক্যাম্পাসে আম পাড়তে গিয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র তৌফিক ওমরের (২৩) মৃত্যু হয়েছে।

বুধবার (৯ মে) দুপুরে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত তৌফিক ওমর উর্দু বিভাগ প্রথম বর্ষের ছাত্র এবং কবি জসীম উদ্দীন হলে থাকতেন।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন উর্দু বিভাগের চেয়ারম্যান ড. রশিদ আহমদ।

কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, ‘আমরা এখন হাসপাতালে আছি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। হল প্রশাসন বিষয়টি দেখছেন বলেও জানান তিনি।

নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, মঙ্গলবার (৮ মে) দিবাগত রাতে তৌফিক বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের থাকা বড় একটি আমগাছে উঠে আম পাড়ছিল। হঠাৎ পা ফস্কে সে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে তৌফিককে উদ্ধার করে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।