অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ রোববার হস্তান্তর করা হয়েছে। এবার গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।
বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
পরে সংবাদ সম্মেলনে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী। দুপুর ১টায় সচিবালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দুপুর ২টা থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে।
গত ১ থেকে ২৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয় এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছিল ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ শিক্ষার্থী।